eibela24.com
রবিবার, ২৩, সেপ্টেম্বর, ২০১৮
 

 
হাসপাতাল ছাড়লেন আবদুল গাফ্ফার চৌধুরী
আপডেট: ১০:০৪ am ০৮-১২-২০১৭
 
 


এক মাস হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। তবে তিনি এখনো পরিপূর্ণ সুস্থ নন। বাড়িতেও তার চিকিৎসা চলবে।

লন্ডন থেকে তার মেয়ে বিনিতা চৌধুরী জানিয়েছেন, তার বাবাকে হাসপাতাল থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় ছাড়া হয়।

উল্লেখ্য, আবদুল গাফ্ফার চৌধুরী লন্ডনে মিডলসেক্সের মেথুয়েন রোডে নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে কোমরে ব্যথা পান। পরে লন্ডনের মিডলসেক্সের নরর্থউইক পার্ক হাসপাতালে ভর্তি হন।

বিএম/