eibela24.com
শনিবার, ২০, এপ্রিল, ২০১৯
 

 
ইতালিতে দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
আপডেট: ০৯:৩৯ am ০৯-১২-২০১৭
 
 


ইতালিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ইতালির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের প্রায় ৬শ মিটারের মধ্যে আলঘেরোতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ২৯ অপর বাংলাদেশির বয়স ৩৯ বছর।

জানা গেছে, দুই বাংলাদেশি কাজ শেষে মালিকের গাড়িতে বাসায় ফিরছিলেন। দেশটির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের অদূরে ওপর একটি গাড়ির সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, প্রকৃত দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানায়।

বিএম/