eibela24.com
বৃহস্পতিবার, ২৩, মে, ২০১৯
 

 
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১৪
আপডেট: ১০:১৪ am ১০-১২-২০১৭
 
 


মালয়েশিয়ার সীমান্ত প্রদেশ জোহর বারুতে ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৫১৪ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। জোহর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জোহর বারু এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
 
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টায় শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর ৪টায়। আটক ৫১৪ জনের মধ্যে ২৪ জন নারীও রয়েছে।
 
এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন, ১৩৯৯ বিদেশি শ্রমিকের বৈধ কাগজপত্র চেক করে ৫১৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫১১ শ্রমিক এবং ৩ জন মালিক। ৪৮৭ পুরুষ এবং ২৪ নারী রয়েছে। তারা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, চীন, থাইল্যান্ড ও ভারতের নাগরিক। 

বিএম/