eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
ভোলায় টানা বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি
আপডেট: ০৪:৩৩ pm ১৭-১২-২০১৭
 
 


বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা ৩ দিনের বৃষ্টিতে ভোলায় আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে আলু বীজ নষ্ট হয়ে গেছে। চরম বিপাকে পড়েছেন কৃষক।

চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি বেশি হওয়ায় নভেম্বর পর্যন্ত জমিতে পানি ছিল। জমি ভেজা থাকায় আলু চাষের জমি প্রস্তুত করতে কিছুটা দেরি হয়েছে কৃষকের। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অধিকাংশ চাষী ক্ষেতে আলু বীজ বপন করেছেন। এমন অবস্থায় বঙ্গপোসগরে নিম্মচাপের প্রভাবে টানা ৩ দিনের বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।

গত বছর আলুর ভাল ফলন হলেও ন্যয্য মূল্য পাননি কৃষক। বিভিন্ন কোল্ডস্টোরেজে এখনো আলু পড়ে রয়েছে। এবছরও অনেকে চড়া সুদে ঋণ নিয়ে আলু চাষ করেছেন।

টানা ৩ দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হওয়ায় এ অবস্থায় আবার টাকা ও আলু বীজ সংগ্রহ করা অনেক চাষীর পক্ষেই সম্ভব হবে না। জেলার আলু চাষীদের আবার ঘুরে দাঁড়াতে হলে সরকারি সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন কৃষক।

এসএম