eibela24.com
বৃহস্পতিবার, ২০, জুন, ২০১৯
 

 
জাবিতে শীতকালীন ছুটি শুরু রবিবার
আপডেট: ১০:২৩ am ২২-১২-২০১৭
 
 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী রবিবার। ছুটি চলবে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।

২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত ছুটি বৃদ্ধি করে ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি করা হয়েছে। এতে শিক্ষার্থীদের জন্য শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে ১২ দিন। তবে ২৪ ডিসেম্বরের পূর্বের দুই দিন ও ৪ জানুয়ারির পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা শীতকালীন ছুটি পাচ্ছে ১৬ দিন। সে হিসাবে আজ থকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ হচ্ছে। এ ছাড়া শীতকালীন ছুটির আওতায় অফিস বন্ধ থাকবে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, আসন্ন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নভাবে করার লক্ষ্যে ছুটি পরিবর্তন করে ২৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিএম/