eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
বরিশালে আবির রবি দাশকে পিটিয়ে হত্যা
আপডেট: ০৪:০১ pm ২৩-১২-২০১৭
 
 


বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আবির রবি দাশ (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত আবির রবি দাশ ফলপট্টি এলাকার জয় রবি দাশের ছেলে। সে বরিশাল একে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে সহপাঠী মিরাজের সঙ্গে খেলার সময় দ্বন্দ্ব লাগে রবি দাশের। এসময় রবিকে ক্রিকেটের ব্যাট দিয়ে আঘাত করে মিরাজ। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএম