eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
আপডেট: ০৪:০০ pm ২৩-১২-২০১৭
 
 


পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার পূর্ব চরবলেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সাঈদ মাতুব্বর (৬২)। তিনি বালিপাড়া ইউনিয়নের চরবলেশপুর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

নিহতের মেয়ে লাইলি আক্তার জানান, ভুলবশত বিদ্যুতের লাইন সচল রেখে শুক্রবার সকালে চা খাওয়ার জন্য তার পিতা পানি গরম করার ইলেকট্রিক কেটলির ছেড়া তার জোড়া লাগাতে যান। বিদ্যুতের সুইচ বন্ধ না করায় সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দিলে ঘটনার পরপরই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসক ঘটনাস্থলে এসে জানান।

বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি সকালে ওই বাড়িতে গিয়েছিলাম। নিজের অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাঈদ মাতুব্বর মারা গেছেন।

এসএম