eibela24.com
রবিবার, ২৪, মার্চ, ২০১৯
 

 
ঠাকুরগাঁওয়ে শুভ বড়দিন উদযাপন
আপডেট: ০১:২৫ pm ২৫-১২-২০১৭
 
 


আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।

যীশু খ্রীস্টের জম্মদিন উপলক্ষ্যে রবিবার রাতে জেলার ১৫টি ক্যাথলিক ও ব্যাপ্টিসট চার্চে প্রার্থনার মধ্যদিয়ে এ দিবসের সুচনা হয়। ঠাকুরগাঁও কেন্দ্রীয় ক্যাথলিক চার্চে প্রার্থনা ও শান্তির বাণী পাঠ করেন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় গুরু বিশপ ডক্টর সেবাস্তিয়ান টুডু। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মানব সমাজের ও দেশের কল্যাণ এবং সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

এস/এসএম