eibela24.com
মঙ্গলবার, ২০, নভেম্বর, ২০১৮
 

 
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল মসজিদের ইমাম
আপডেট: ১০:৫৫ am ০২-০১-২০১৮
 
 


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কুন্ডা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাসিরনগর থানায় মামলা করেছেন ছাত্রীর মা। মামলায় ওই গ্রামের একটি মসজিদের ইমাম সানাউল হক ওরফে বাচ্চু মিয়াকে আসামি করা হয়েছে।

শিশুটির পরিবার ও পুলিশ জানায়, বাচ্চু মিয়া বেশ কয়েক দিন ধরে মসজিদের কাছাকাছি ওই শিশুর বাড়িতে তিন বেলা খেতে যেত। থাকত মসজিদের পাশের এক কক্ষে। বুধবার বিকেলে শিশুটি বাড়ি থেকে খাবার নিয়ে তার কাছে যায়। এ সময় সে তাকে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর সে পালিয়ে যায়। পরে শিশুটির চিৎকারে তার মা ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

নাসিরনগর থানার ওসি আবু জাফর বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় তার মা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। জবানবন্দি নেওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে আদালতে পাঠানো হয়।

প্রচ