eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
চট্টগ্রামে ১০ গ্রেনেডসহ দুই জেএমবি সদস্য আটক
আপডেট: ১২:৪০ pm ০২-০১-২০১৮
 
 


চট্টগ্রামের সদরঘাট থানার বালুরমাঠ এলাকা থেকে ১০টি গ্রেনেড ও দু'টি সুইসাইডাল ভেস্টসহ দুই নব্য জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার মধ্যরাতে বালুরমাঠ এলাকার পোর্টসিটি হাউজিং সোসাইটি থেকে আসফাক (২২) ও রাকিবুল হাসান (১৯) নামে নব্য জেএমবির ওই দুই সদস্যকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা সোমবার দিবাগত রাত ২টায় যুগান্তরকে জানান, আটক দুই জেএমবি সদস্যের সদরঘাট থানায় হামলা চালানোর পরিকল্পনা ছিল।

সোমবার রাত ১১টা থেকে গোয়েন্দা পুলিশ ওই অভিযান শুরু করে। আটক দু'জনের কাছ থেকে সদরঘাট থানার ম্যাপ, ১০টি গ্রেনেড ও দু'টি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। আটক জেএমবি সদস্যদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে।

এদের মধ্যে আসফাকের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে এবং রাকিবুল হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

 

প্রচ