eibela24.com
শনিবার, ২৫, মে, ২০১৯
 

 
সেল্তাকে নিয়ে সতর্ক ভালভেরদে
আপডেট: ০৭:৪৪ pm ০৫-০১-২০১৮
 
 


টানা দুই ম্যাচে সেল্তা ভিগোর কাছে হোঁচট খেয়েছে বার্সেলোনা। কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগ নিয়ে তাই এখনই ভাবতে বসেছেন দলটির কোচ এরনেস্তো ভালভেরদে।

বৃহস্পতিবার নিজেদের মাঠে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দেয় সেল্তা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে ভালভেরদের দলকে ২-২ গোলে আটকে দিয়েছিল তারা।

নিজেদের মাঠ কাম্প নউতে আগামী বৃহস্পতিবার কোপা দেল রের ফিরতি লেগ খেলবে বার্সেলোনা। ফিরতি লেগেও সেল্তাকে সমীহ করার কথা ম্যাচ শেষে জানান ভালভেরদে।

এটা অন্য একটা প্রতিযোগিতা এবং আমরা সেল্তার মান সম্পর্কে জানি। তারা সেটা লা লিগায় দেখিয়েছিল এবং আজকেও দেখাল।

ফিরতি লেগে তারা আমাদের মাঠে খেলতে আসবে এবং আমরাও খেলব। লা লিগা থেকে আমরা তাদের মান সম্পর্কে জানি। তাদেরকে অনেক শ্রদ্ধা করি। এখনও সবকিছু নিষ্পত্তি হয়ে যায়নি।

লিওনেল মেসি, লুইস সুয়ারেস, আন্দ্রেস ইনিয়েস্তা, জর্দি আলবাদের বাইরে রেখে সেরা একাদশ সাজান ভালভেরদে। নিয়মিত একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের খেলায় খুশি বার্সেলোনা কোচ।

লা লিগার শেষ ম্যাচের চেয়ে এই ম্যাচের একাদশে পরিবর্তন হয়েছে; কিন্তু যারা আজ যারা খেলেছে, তাদের অনেকে ভালো খেলে আসছে।

আমাদের যে দল আছে, আমি সেটা নিয়ে খুশি। আমি মনে করি, আমাদের দলের গভীরতা আছে এবং যে কোনো মুহূর্তে দলকে সাহায্য করার জন্য খেলোয়াড়ও আছে।

এসকে