eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
ছুটির দিন ছাড়া ঢাকায় সভা-সমাবেশ নয় : সেতুমন্ত্রী
আপডেট: ০৭:৩৮ pm ০৭-০১-২০১৮
 
 


ঢাকা শহরে কর্মদিবসে কোনো সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে রবিবার দুপুরে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ১০ম সভায় একথা জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন—কোনো প্রকার সভা-সমাবেশ রাস্তা বন্ধ করে করা যাবে না—এক। দুই হচ্ছে, যানজট যাতে কমানো যায় সেই লক্ষ্যে সভা-সমাবেশ-র‍্যালি এগুলো শুক্র-শনিবারে করতে হবে। তো এই সিদ্ধান্তটা কি আমরা নিতে পারি না? সবাই কি একমত হতে পারি না আমরা, এ ব্যাপারে? কারো আপত্তি আছে? তাইলে ঠিক আছে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম। আজকের মূল সিদ্ধান্ত এটা।

আরপি