eibela24.com
রবিবার, ২১, এপ্রিল, ২০১৯
 

 
নড়াইলে সংখ্যালঘুদের ওপর হামলা-ভাংচুর, মহিলাসহ আহত ৫
আপডেট: ০৩:৩৪ pm ০৯-০১-২০১৮
 
 


নড়াইলের লোহাগড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে পৌরসভার কুন্দশী গ্রামে সংখ্যালঘু জেলে সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা বাড়িঘরসহ আসবাবপত্র ভাংচুর করে। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এজাহারভুক্ত কোন আসামীকে আটক করতে পারে নাই।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কুন্দশী গ্রামে জেলে পাড়ার বিজুষ বিশ্বাস ওরফে পাগলের মাছ ধরার জাল ভাড়া দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের রুলু মোল্যার সাথে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় লোহাগড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর শিকদার নেতৃত্বে রুলু, টুলু, রবি, সুমন, বিল্লালসহ ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী রামদা, হাতুড়ি ও লাঠিসোঠা নিয়ে জেলা পাড়ার বিজুষ বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বলরাম বিশ্বাসের ছেলে সুবোল বিশ্বাস (১৮), তার মা নমিতা বিশ্বাস (৪৭), বিজুষ বিশ্বাসের স্ত্রী শিখা বিশ্বাস (৪১), পরিতোষ বিশ্বাস (৪১) ও তার স্ত্রী বাসন্তী বিশ্বাস (৩৬) কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। বাঁধা দিতে গেলে তারা বাড়ির ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে বীরদর্পে এলাকা ত্যাগ করে। 

এলাকাবাসী আহতদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় বলরাম বিশ্বাসের স্ত্রী নমিতা বিশ্বাস বাদী হয়ে রাতেই ৫ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আসামীদের আটকের চেষ্টা চলছে।

আরএম/এসকে