eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
ফুলবাড়ীতে ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক
আপডেট: ০৬:৪৭ pm ১১-০১-২০১৮
 
 


দিনাজপুরের ফুলবাড়ীতে ফেনসিডিলসহ রাইসুল ইসলাম সোহেল (৩০) ও মিনহাজুল ইসলাম (২৮) নামে দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রাইসুল ইসলাম সোহেল পার্বতীপুর উপজেলার ধুপিপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে এবং মিনহাজুল ইসলাম মোজাফ্ফরনগর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। 

ফুলবাড়ী থানার এসআই আক্কেল আলী জানান, বুধবার রাত ৮টায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর সাঁওতালেরঘাট নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে ব্রিজের ওপর থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। আটকরা পার্বতীপুর ছাত্রলীগের নেতা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চক্রবর্তী জানান, মিনহাজুল ইসলাম পার্বতীপুর পৌর ছাত্রলীগের সভাপতি পদে রয়েছেন। আর রাইসুল ইসলাম সোহেল ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এসকে