eibela24.com
সোমবার, ২৪, জুন, ২০১৯
 

 
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
আপডেট: ০১:৩০ pm ১৩-০১-২০১৮
 
 


ময়মনসিংহ শহর ও ভালুকায় শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। ময়মনসিংহ শহরে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজির বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজে মোড়ে ট্রাক চাপায় শাহিন (৩০) নামে এক রিকশা চালক নিহত হন। নিহত শাহিনের বাড়ি তারাকান্দা উপজেলায়। এ দুর্ঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।

এদিকে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, হাজির বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ূন কবীর নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হুমায়ূন গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

অন্যদিকে, সকাল ৯টার দিকে ভরাডোবা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় আরো পাঁচজন। আহতদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসকে