eibela24.com
বৃহস্পতিবার, ২৪, জানুয়ারি, ২০১৯
 

 
মহাশ্বেতা দেবীকে সম্মান জানাল গুগল ডুডল
আপডেট: ০৮:০৫ pm ১৪-০১-২০১৮
 
 


'হাজার চুরাশির মা'কে সম্মান জানাল সার্চ ইঞ্জিন গুগল। রবিবার তাঁর ৯২ তম জন্মদিনে মহাশ্বেতা দেবীকে সম্মান জানাল গুগল ডুডল।

১৯২৬ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের ঢাকাতে জন্ম হয় মহাশ্বেতা দেবীর। পরবর্তীকালে বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে বসবাসকারী পিছুয়ে পড়া মানুষদের অধিকার ও মুক্তির দাবিতে লেখনি ধরেন তিনি। বিংশ শতাব্দীর সাতের দশকে ভারতে নকশাল আন্দোলনের প্রেক্ষিতে লেখা তাঁর উপন্যাস 'হাজার চুরাশির মা' তাঁকে বিশ্বখ্যাত করেছিল।

তাঁর লেখনির জন্য মহাশ্বেতা দেবীকে ম্যাগসাইসাই, জ্ঞানপীঠ ও সাহিত্য একাডেমি পুরষ্কারে ভুষিত করা হয়। পরবর্তী সময়ে তাঁকে ভারত সরকার পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানও প্রদান করে।

২০১৬-র ২৮ জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় মহাশ্বেতা দেবীর।


আরপি