eibela24.com
সোমবার, ২৭, মে, ২০১৯
 

 
গাছের সাথে ট্রাকের ধাক্কা, নিহত ২
আপডেট: ০৪:৩৯ pm ১৮-০১-২০১৮
 
 


সিলেট শহরতলির তেমুখী এলাকায় গাছের সাথে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পার্শ্বস্থ গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহযোগী নিহত হন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে চেষ্টা চলছে।

এসকে