eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
শামীম-আইভীর সংঘর্ষের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আপডেট: ০৫:০৫ pm ১৮-০১-২০১৮
 
 


নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ সংসদ শামীম ওসমান ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সংঘর্ষের সময় অস্ত্রধারী এক ব্যক্তির ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সারা দেশে সমালোচনার সৃষ্টি হয়। পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্ত্রধারী ওই ব্যক্তির নাম নিয়াজুল ইসলাম। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী।

বৃহস্পতিবার নিয়াজুলের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুরো ঘটনাটি ভালোভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে কারা এতে জড়িত। অতি অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেহাই দেওয়া হবে না।”

দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার এক অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নি এম/