eibela24.com
শুক্রবার, ২৬, এপ্রিল, ২০১৯
 

 
এমপিপুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
আপডেট: ১২:১২ pm ২১-০১-২০১৮
 
 


সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ স্বাক্ষরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ রবিবার ঢাকায় এমপি হোস্টেলে সাংসদের বাসা থেকে লাশটি উদ্ধার করে।

সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ বলেন, তিনি ও তার স্ত্রী আজ ভোরে সাতক্ষীরা থেকে ঢাকার বাসায় ফিরে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

অনীক সাংসদের একমাত্র ছেলে। এ ছাড়া তাদের একটি মেয়ে আছে। পুলিশ বাসা থেকে অনীকের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।

বিএম/