eibela24.com
সোমবার, ২৭, মে, ২০১৯
 

 
৫৫ বছরের দম্পতির ফের বিয়ে
আপডেট: ১২:৪২ pm ২১-০১-২০১৮
 
 


দুরারোগ্য ব্যাধিতে স্মৃতি লোপ পেয়েছে স্ত্রীর। সেই স্মৃতি ফেরাতে ৫৫ বছরের বিবাহ বার্ষিকীতে বাড়িতেই বিয়ের আসর বসিয়েছেন স্বামী। সেখানেই সব নিয়ম মেনে ফের বিয়ে করলেন স্ত্রীকে। পাশাপাশি আমন্ত্রণ জানিয়েছেন অতিথিদের।

ঘটনাটি ঘটেছে ভারতের দমদমে।

মেনু কার্ড-সহ তাঁদের জন্য ছিল ভোজের আয়োজনও। দমদমের রবীন্দ্রনগরের বাসিন্দা পবিত্র নন্দীর স্ত্রী গীতা কয়েক বছর আগে স্মৃতি শক্তি হারান। স্ত্রীর স্মৃতি ফিরিয়ে আনতে চিকিত্সকের পরামর্শে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েও আনেন তিনি। কিন্তু স্মৃতি ফিরে না আসায় বিবাহ বার্ষিকীর দিন বাড়িতে বিয়ের আসর তৈরির সিদ্ধান্ত নেন পবিত্র নন্দী।

নি এম/