eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
ভালুকায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার
আপডেট: ০৪:২৭ pm ২১-০১-২০১৮
 
 


ময়মনসিংহের ভালুকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার মেহেরাবাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, রবিবার সকালে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা দাস সকাল ৯টায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে স্কুলে না গিয়ে তার বড় বোনের শ্বশুর বাড়ি উপজেলা হাজির বাজার যাওয়ার জন্য ভালুকা বাসস্ট্যান্ড হতে একটি লেগুনায় উঠে। গাড়ির চালক তাকে গন্তব্যে না নামিয়ে মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থানে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ভর্তি একটি লেগুনা মেয়েটিকে মেহেরাবাড়ী এলাকায় সড়কের পার্শ্বে ফেলে রেখে যায়। মেয়েটির পরনে স্কুল ড্রেস ও সাথে একটি ব্যাগ ছিল। ব্যাগের ভিতর একটি ফ্যামেলি ছবি ছিল। ছবি দেখে নিহতের বোন জামাই নয়নকে সনাক্ত করা হয়। পরে নয়নকে খবর দিলে নয়ন এসে প্রথমে সিডস্টোর বাজারে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ রির্পোট লিখা পর্যন্ত পুলিশ এখনো মৃতের কারণ খুঁজে বের করতে পারেনি।

এসকে