eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
জাতীয় পার্টির আমলে দেশে গুম-খুন হয়নি: এরশাদ
আপডেট: ০৩:৪০ pm ২২-০১-২০১৮
 
 


জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব‌লে‌ছেন, "জাতীয় পার্টির আমলে দেশে কোনো গুম-খ‌ুন হয়‌নি, দেশের মানুষ ওই সময়ে ফিরে যে‌তে চায়।" 

সোমবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পা‌র্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তি‌নি এ কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, "অনে‌কে জাতীয় পা‌র্টি‌কে গৃহপা‌লিত দল ম‌নে ক‌রে। আমার খারাপ লা‌গে। তবে ঘটনা ঘ‌টে গে‌ছে। ত‌বে জাতীয় পা‌র্টির দি‌কে মানুষ চেয়ে আছে। জাতীয় পা‌র্টির সাম‌নে আশার আলো এসে‌ছে। তাই মৃত্যুর আগে দে‌খে যে‌তে চাই জাতীয় পা‌র্টি সরকার ক্ষমতায়।"

উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়।

নি এম/