eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
সরস্বতী দেবীর প্রতিমা নীলাভ শুভ্র জ্যোতির্ময় কেন?
আপডেট: ০২:০৮ pm ২৩-০১-২০১৮
 
 


সরস্বতী ভগবানের জ্ঞান শক্তির প্রতীক। সংস্কৃত ভাষায় শক্তি স্ত্রীলিঙ্গ শব্দ। তাই উক্ত শক্তির প্রতীক নারী মূর্তি দেওয়া হয়েছে। ঋষি সংবেদনে জ্ঞানের জ্যোতি হল‘’নীলাভ শুভ্র’’। তাই সরস্বতী মায়ের শরীর, বসন, ভূষণ সবই নীলাভ শুভ্র জ্যোতির্ময়।

জল জীবনের প্রতীক, মুকুট সম্মানের এবং পদ্ম সুন্দর সৃষ্টির প্রতীক। জলেস্থিত শ্বেত পদ্মে সমাসীনা মুকুট পরিহিতা সরস্বতী মূর্তির তাৎপর্য হল ভগবৎ জ্ঞানের জ্যোতিতে মানুষের জীবন হয় উদ্ভাসিত ও সুন্দর। জ্ঞানী মানুষ সতেজ সবল জীবনের অধিকারী সম্মানিত ব্যক্তি।

বীণা ও পুস্তক শিল্প, সাহিত্য ও জ্ঞান সাধনার প্রতীক। হংস শুদ্ধ জ্ঞান সন্ধানীর প্রতীক। ভালোমন্দে ভরা এই পৃথিবীর সমস্ত সৃষ্ট বস্তু হতে জ্ঞানী লোক ভালটাই সংগ্রহ করেন ও মন্দটা বর্জন করেন। তিনি গুনের আদর করেন। গুণীদের খুঁজে নেন ও যথার্থ
সম্মান প্রদান করেন।

নি এম/