eibela24.com
সোমবার, ২২, জুলাই, ২০১৯
 

 
লিবিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২৭
আপডেট: ১০:২৪ am ২৪-০১-২০১৮
 
 


লিবিয়ার বেনগাজির একটি মসজিদের পাশে দুটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। কয়েক মিনিটের মধ্যে ঘটা এসব বিস্ফোরণে আরও ২০-৩০ জন আহত হয়েছে।

বেনগাজির কেন্দ্রীয় আল স্লেইমানি নেইবারহুডের একটি মসজিদের সামনের প্রথম হামলাটি চালানো হয়। সে সময় রাতের নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছিলেন। পরের গাড়ি বোমা হামলাটি চালানো হয় সড়কের বিপরীত পাশে।

স্থানীয় আল জালা হাসপাতালের মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হতাহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক লোকজনও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে এখন পর্যন্ত কোন পক্ষ হামলার দায় স্বীকার করেনি। বিবিসি উত্তর আফ্রিকা সংবাদদাতা রানা জাওয়াদ বলেন, লিবিয়ায় এ ধরনের অনেক হামলার কোনও দায় স্বীকার করা হয়নি। লিবিয়ার এর আগেও ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে মাত্র ১৫ মিনিটের মধ্যে দুটি হামলার ঘটনা সচারচর দেখা যায়নি।

বিএম/