eibela24.com
মঙ্গলবার, ২২, জানুয়ারি, ২০১৯
 

 
পরীক্ষার ৩০ মিনিট আগে আসনে না বসলে অনুপস্থিত: শিক্ষামন্ত্রী
আপডেট: ০৩:১৬ pm ২৫-০১-২০১৮
 
 


পরীক্ষার শুরুর ৩০ মিনিট (আধা ঘণ্টা) আগে শিক্ষার্থীরা তাদের আসনে না বসলে অনুপস্থিত দেখানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং কমিটি সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে ৩০ মিনিট আগে উপস্থিতির বিষয়টি আরও প্রচার করতে হবে বলেও জানান মন্ত্রী।

আগামী ১লা ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে। 

শিক্ষামন্ত্রী বলেন, এদিন ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে বা হলে উপস্থিতির বাধ্যবাধকতা থাকলেও প্রত্যেক শিক্ষার্থীকে ৯টা ৩০ মিনিটে সিটে বসতে হবে। সিটে না থাকলে অনুপস্থিত দেখাবে ইনভিজিলেটর।

এদিকে, পরীক্ষা শুরুর ৭ দিন আগে থেকেই কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগে যা তিনদিন রাখা ছিল।

নি এম/