eibela24.com
বৃহস্পতিবার, ২৩, মে, ২০১৯
 

 
অভিনেত্রী কৃষ্ণা কুমারী প্রয়াত
আপডেট: ০৮:৫৭ pm ২৫-০১-২০১৮
 
 


ভারতের বিখ্যাত অভিনেত্রী কৃষ্ণা কুমারী প্রয়াত। বেঙ্গালুরুতে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত কয়েক বছর ধরে তাঁর নিয়মিত কেমোথেরাপি চলছিল।

কৃষ্ণা কুমারী মূলত তেলেগু সিনেমাতে অভিনয়ের জন্য বিখ্যাত। ষাটের দশকে তিনি অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন।

এন টি রামা রাও, আক্কিনেনি নাগেশ্বর রাও, কৃষ্ণম রাজু, রাজকুমার, শিবাজি গণেশন, কান্তা রাও ও জগ্গায়ার মতো ব্যক্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর বোনও তেলেগু সিনেমার নামী অভিনেত্রী।

তবে শুধু তেলেগু ছবি নয়৷ তামিল ছবিতে অভিনয় করছেন কৃষ্ণা কুমারী৷ ভারয়া ভারতালু (১৯৬১), ভাগডানাম (১৯৬১), কুলাগোথারু (১৯৬২), গুড়ি গান্টালু (১৯৬৪)-র মতো তেলেগু ছবি করেন তিনি৷ পৌরাণিক কান্তা রাওয়ের চরিত্রে অভিনয় করার জন্য তিনি বিখ্যাত৷

সিনেমায় অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান৷

নি এম/