eibela24.com
বুধবার, ২৭, মার্চ, ২০১৯
 

 
দাদাগিরিতে রানি মুখার্জি
আপডেট: ০৯:৩০ am ২৭-০১-২০১৮
 
 


ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও বলিউড অভিনেত্রী রানি মুখার্জি দু’জনই বাংলার মানুষ। এবারই প্রথম কোনও রিয়েলিটি শোতে এ দুই বাঙালিকে একফ্রেমে দেখা যাবে।

গাঙ্গুলির উপস্থাপনায় ‘দাদাগিরি’তে অংশ নিলেন রানি। তবে অনুষ্ঠানটির সেটে অতিথি হয়ে গিয়ে সঞ্চালককেই একের পর এক প্রশ্ন ছুড়ে দেন ৩৯ বছর বয়সী এই তারকা!

‘হিচকি’র প্রচারণার জন্য রানি এখন কলকাতায়। সম্প্রতি তিনি একটি কর্মসূচি শুরু করেছেন। এর অংশ হিসেবে হেঁচকির মতো মানুষের বিভিন্ন দুর্বলতা সম্পর্কে জানতে চান প্রযোজক আদিত্য চোপড়ার এই অর্ধাঙ্গিনী।

খেলা চলাকালীন কখনও হেঁচকি ভুগিয়েছিল কিনা গাঙ্গুলির কাছে জানতে চান রানি। কীভাবে তা থেকে উতরে উঠলেন, তিনি শুনিয়েছেন সেই গল্প। রানি নিজেও এই দুর্বলতায় ভুগেছেন, তাও ২২ বছর! 

সৌরভ ও রানি উভয়ে নিজ নিজ অঙ্গনে তুমুল জনপ্রিয়। তাই ‘দাদাগিরি’র এই পর্বটি পুরোপুরি অন্যরকম লাগবে দর্শকদের। সম্প্রতি এর শুটিং হয়েছে।

বিএম/