eibela24.com
শনিবার, ১৬, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
পদ্মভূষণ পেলেন ধোনি
আপডেট: ০৯:৩৩ am ২৭-০১-২০১৮
 
 


ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসমরিক সম্মাননা ‘পদ্মভূষণে’ ভূষিত হলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পদকে ভূষিত করা হয় তাকে। দেশটির ১১তম ক্রিকেটার হিসেবে ধোনি এই সম্মাননা পেলেন।

প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনি ছাড়াও স্নুকারে দুই ফরম্যাটে বিশ্বসেরা পঙ্কজ আদভানিও পাচ্ছেন এই পুরস্কার।

ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও ২০১৫ সালে টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। টেস্টে তিনি নিজ দেশকে নিয়ে গিয়েছিলেন সবার শীর্ষে। তার নেতৃত্বে ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে ভারত। এ ছাড়া ২০১১ সালে ২৮ বছর পর ভারত ওয়ানডে বিশ্বকাপ শিরোপাও জিতেছিল ধোনির নেতৃত্বে।

ধোনির আগে এই পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা।

বিএম/