eibela24.com
শুক্রবার, ২২, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
শাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
আপডেট: ০৯:৫৫ am ২৭-০১-২০১৮
 
 


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেটের (সাস্ট-এসডি) উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার থেকে শুরু হয়েছে। শাবি প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মকবুল চৌধুরী অমিত। 
 
লিখিত বক্তব্যে মকবুল চৌধুরী অমিত জানান, তৃতীয় বারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা এবং ১ম বারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। ‘Deliberation Unbound’  স্লোগানকে সামনে 'IPDC Presents SUST IV 2.0'  শিরোনামে এই বিতর্ক প্রতিযোগিতায়, ঢাবি, জাবি, চবি, বুয়েট, এনএসইউ, মাভাবিপ্রবি, সিওমেকসহ সরকারি-বেসরকারি প্রায় ২২টি বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি টিম বাংলা বিতর্কে এবং ৩২টি টিম ইংরেজি বিতর্কে অংশগ্রহণ করবে। ২৭ জানুয়ারি বাংলা বিতর্কের এবং ৩ ফেব্রুয়ারি ইংরেজি বির্তকের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। 

বিএম/