eibela24.com
সোমবার, ১৭, জুন, ২০১৯
 

 
অভিনেতা শম্ভু ভট্টাচার্য আর নেই
আপডেট: ১২:৫৫ pm ২৭-০১-২০১৮
 
 


সুপ্রিয়া দেবীর মৃত্যুর রেশ কাটার আগে প্রয়াত হয়েছেন অভিনেতা শম্ভু ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ উত্তর কলকাতার একটি নার্সিংহোমে মৃত্যু হয় তার। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে শম্ভু ভট্টাচার্য দাপুটে অভিনয়ের নজির রেখে গিয়েছেন। প্রবীণ এই অভিনেতা এ মাসেই ৮৩ বছরে পা দিয়েছিলেন। 

বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। ২০০৩ সালে তিনি সর্বশেষ ‘চুড়িওয়ালা’ ছবিতে অভিনয় করেছিলেন।

তার পর আর অভিনয় জগতে পা রাখেন নি। বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক-নায়িকা সবার সঙ্গেই তিনি অভিনয় করেছেন। ‘সন্ন্যাসী রাজা’, ‘অমানুষ’, ‘চারমূর্তি’, ‘গুপী বাঘা ফিরে এল’ সহ বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। 

শুধু ছবিতে নয়, উৎপল দত্তের সঙ্গে বহু নাটকেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। অনেকে বলতেন তিনি পর্দায় বা মঞ্চে এলে তার আশপাশের কোনো অভিনেতাকে সেই মুহূর্তে আর খুঁজে পাওয়া যেত না। 

বিএম/