eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আপডেট: ০১:৫৩ pm ২৭-০১-২০১৮
 
 


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর দেওয়া এক নৈশভোজে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর উপলক্ষে তার সম্মানে রাষ্ট্রপতি এই নৈশভোজের আয়োজন করেছেন।

বঙ্গভবন সূত্র জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে স্বাগত জানাবেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গভবনের দরবার হলে এক নৈশভোজে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। সকাল ৯টা ৫৫ মিনিটে ইন্দোনশেয়িার রাষ্ট্রপতিকে টাইগার গেটে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে দুই নেতার বৈঠক হবে।


প্রচ