eibela24.com
বুধবার, ২৬, জুন, ২০১৯
 

 
মালয়েশিয়ায় নিষিদ্ধ পদ্মাবত
আপডেট: ০২:১৯ pm ৩০-০১-২০১৮
 
 


ভারতে অনেক সংগ্রামের পর মিলেছে মুক্তির ছাড়পত্র। কিন্তু এখনও সমস্যা পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোণ-এর সিনেমা ‘পদ্মাবত’-এর। রাজপুতদের পর এবার মালয়েশিয়ার সরকার মনে করছে সিনেমাটি প্রদর্শিত হলে আঘাত লাগতে পারে মুসলমানদের ধর্মানুভূতিতে। আর সেকারণেই দেশটিতে নিষিদ্ধ হয়েছে সিনেমাটি।     

১৩ শতকের দিল্লির মুসলমান সম্রাট আলাউদ্দীন খিলজীকে ‘পদ্মাবত’ সিনেমায় দেখানো হয়েছে এক উন্মাদ, কমুক ও যুদ্ধবাজ একনায়ক হিসেবে। একারণেই মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত লাগতে পারে বলে মনে করছে মালয়েশিয়ার সেন্সরবোর্ড।

মালয়েশিয়ার সেন্সরবোর্ড প্রধান জাম্বেরি আব্দুল আজীজ এ ব্যাপারে বলেন, ‘সিনেমার গল্পকাঠামো ইসলামের সংবেদনশীল জায়গাগুলোকে আঘাত করে। এটা মালয়েশিয়ায় একটি বড় সমস্যা, যেখানে মুসলমানেরাই সংখ্যাগুরু।’

আর সেকারণেই সিনেমাটিকে মুক্তির অনুমতি দেয়নি মালয়েশিয়া সরকার। 

নি এম/