eibela24.com
বুধবার, ২৬, জুন, ২০১৯
 

 
‘পদ্মাবত’ নিয়ে রণবীরে কাছে শাহরুখের ক্ষমা প্রার্থনা
আপডেট: ০৫:৫৯ pm ০৪-০২-২০১৮
 
 


পদ্মাবত সিনেমার ‘আলাউদ্দিন খিলজি’র চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং। বলিউডের অন্যান্যদের মত পদ্মাবত পছন্দ হয়েছে ‘দেবদাস’খ্যাত শাহরুখ খানের। আর পদ্মাবত নিয়ে সঞ্জয় লীলা বনশালীর দুই নায়কের কথোপকথনের সাক্ষী টুইটার। রণবীরের টুইটের জবাবে দেবদাসের নায়ক শাহরুখ খান জানান, তিনি ‘পদ্মাবত’ দেখেছেন এবং ভাল লেগেছে।
 
সোশ্যাল মিডিয়ায় শাহরুখের জনপ্রিয়তা আকাশছোঁয়া। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা অমিতাভ বচ্চনের চেয়ে বেশি হয়ে গিয়েছে। টুইটারে প্রায়ই অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ‘বলিউড বাদশা’। সম্প্রতি সেরকমই একটি প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। অনেকেই তাঁকে নানা প্রশ্ন করেন। তাঁদের মধ্যে ছিলেন রণবীরও। 
 
তিনি শাহরুখের উদ্দেশে বলেন, ‘ভাই, তুমি কবে পদ্মাবৎ দেখবে, সেটার অপেক্ষায় আছি।’ 
 
শাহরুখ প্রথমে কোনও জবাব দেননি। অনেকক্ষণ পরে তিনি জবাব দেন, ‘দুঃখিত। বুঝতে পারিনি ওটা তুমি ছিলে কারণ, তুমি এখন আমার কাছে খিলজি। ছবিটা দেখে খুব ভাল লেগেছে। খুব ভাল ছবি হয়েছে।’

নি এম/