eibela24.com
শনিবার, ২০, জুলাই, ২০১৯
 

 
জাবিতে র‌্যাগিংয়ের ঘটনায় চার শিক্ষার্থীকে শোকজ
আপডেট: ১০:৪১ am ১২-০২-২০১৮
 
 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিংয়ের কারণে এক শিক্ষার্থী ভরসাম্যহীন হওয়ার ঘটনায় জড়িত চার শিক্ষার্থীকে শোকজ নোটিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘বুধবার দুপুরে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমানকে র‌্যাগিংয়ের অভিযোগে সত্যতা পাওয়ায় আমরা চার অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

অভিযুক্ত মামুন, হিমেল, সুদীপ্ত ও আনোয়ারকে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রক্টর বরাবর চিঠির উত্তর দেয়ার (কারণ দর্শানোর) জন্য বলা হয়েছে।’

প্রসঙ্গত, গত বুধবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মিজানুর রহমানকে একই বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা (৪৬ ব্যাচ) পরিচয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এতে মিজান মানসিকভাবে ভরসাম্যহীন হয়ে পড়ে। বর্তমানে ওই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে।

বিএম/