eibela24.com
রবিবার, ১৯, মে, ২০১৯
 

 
দ্বিতীয় মেয়াদে জাবির ভিসি ফারজানা ইসলাম
আপডেট: ০৯:৩৫ am ১৬-০২-২০১৮
 
 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে দ্বিতীয় মেয়াদে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। তবে রাষ্ট্র্রপতির আদেশের চিঠি এখানো হাতে আসেনি বলে জানিয়েছেন ফারজানা ইসলাম।

তিনি বলেন, ‘‘শুনেছি রাষ্ট্রপতি মহোদয় আমাকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিয়ে সকালে  ফাইলে স্বাক্ষর করেছেন। চিঠির অনুলিপি এখনো আমি হাতে পাইনি। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান আমাকে অভিনন্দন জানিয়েছেন।’’

২০১৪ সালের ২ মার্চ দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২ মার্চ তার মেয়াদ শেষ হবে। 

বিএম/