eibela24.com
মঙ্গলবার, ২৩, এপ্রিল, ২০১৯
 

 
সোনারগাঁওয়ে বাস উল্টে নিহত ৯
আপডেট: ০৩:৩৭ pm ২৬-০২-২০১৮
 
 


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে গিয়ে ৯জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
 
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।
 
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, লরির ধাক্কায় একটি বাসটি উল্টে গিয়েছে। আর এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

নি এম/