eibela24.com
শুক্রবার, ২৬, এপ্রিল, ২০১৯
 

 
নোয়াখালীতে ২ যুবককে গুলি করে হত্যা
আপডেট: ১০:১৩ am ১০-০৩-২০১৮
 
 


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই যুবককে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে একদল যুবক। শনিবার ভোরে মধ্য একলাশপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- উত্তর একলাশপুর গ্রামের সেলাইমানের ছেলে মো. আলী ও আবদুল কাদেরের ছেলে রবিন (২২)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বলেন, ভোরে একলাশপুর বাজারের পূর্বদিকে ভিআইপি সড়কের পাশে একদল দুর্বৃত্তকে অস্ত্রহাতে ছুটোছুটি করতে দেখা যায়। তারা রবিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে স্থানীয় চৌকিদার বাড়ির পুকুরের লাশ ফেলে দেয়। এরপর তারা আলীকে ধাওয়া করে করে তার ফুফুর ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে।

সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত মো. আলীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানান এসপি। কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিএম/