eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
বঙ্গবন্ধুর জন্মদিনে হিলি স্থলবন্দরে ছুটি
আপডেট: ০৪:১৯ pm ১৭-০৩-২০১৮
 
 


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টেধারীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন আজ শনিবার। ফলে এদিন সরকারি ছুটি থাকায় বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একারণে সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সহ পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

নি এম/