eibela24.com
বৃহস্পতিবার, ১৮, জুলাই, ২০১৯
 

 
সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ করলো মুসলিম উদ্দিন
আপডেট: ০৪:৪৯ pm ১৯-০৩-২০১৮
 
 


সুনামগঞ্জের তাহিরপুরে ৫ বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

রবিবার বেলা ২ টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাম্মনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক ব্রাম্মনগাঁও গ্রামের তাজুল ইসলামের পুত্র মুসলিম উদ্দিনকে (১৮) রাতে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাম্মনগাঁও গ্রামের তাজুল ইসলামের পুত্র মুসলিম উদ্দিন একই গ্রামের ৫ বছরের এক শিশু কন্যাকে আইসক্রিম খাওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশে বিলে নিয়ে যায়। এদিকে নাতিকে অনেক সময় দেখতে না পেয়ে শিশু কন্যার নানী অনেক খোঁজাখুঁজি করার পর তাকে বিল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটিকে  তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, ঘটনার কয়েক ঘণ্টার মাথায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হচ্ছে।

নি এম/