eibela24.com
বুধবার, ২৪, এপ্রিল, ২০১৯
 

 
অসুস্থ পূজার সাহায্যে এগিয়ে এলেন সালমান
আপডেট: ০৬:২৩ pm ২৫-০৩-২০১৮
 
 


১৯৯৫ সালে বীরগতি সিনেমাতে সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা ডডওয়ালকে। এখন যক্ষা রোগে ভুগছেন তিনি। আর এই রোগ চিকিৎসার মতো অর্থ নেই তার কাছে। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তার সাহায্যে এগিয়ে আসার জন্য সালমানের কাছে আবেদন জানিয়েছিলেন পূজা। অবশেষে এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান। 
 
তিনি বলেন, পূজার অসুস্থতার বিষয়টি জানা ছিল না তার। পূজার সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে তার পুরো দল।
 
পুনেতে একটি সফরের সময় পূজাকে নিয়ে প্রশ্নের উত্তরে সালমান বলেন, বীরগতি সিনেমায় অতুল অগ্নিহোত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন পূজা। সালমান বলেছেন, ওর অসুস্থতার খবর জানতাম না..এটা খুবই দুঃখের বিষয়। সবে শুনলাম এবং যতটা পারি সাহায্যের চেষ্টা করছি। আমার দল এখন এই বিষয়টি নিয়ে কাজ করছে। ওর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ও সুস্থ হয়ে উঠবে।
 
উল্লেখ্য, গত ছয় মাস আগে পূজার এই রোগ ধরা পড়ে। এরপরই তিনি সালমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সালমানের সঙ্গে কথা হয়নি তার। পূজার এই অসুস্থতার খবর জানার পরই ভোজপুরী তারকা রবি কিষাণ এক সময়ের সহ অভিনেত্রীর সাহায্যে এগিয়ে আসেন। এক সহকারীর মাধ্যমে অর্থ ও ফল পূজার কাছে পাঠান।

নি এম/