eibela24.com
মঙ্গলবার, ২৩, এপ্রিল, ২০১৯
 

 
অপহরণের পাঁচদিনেও উদ্ধার হয়নি শ্রীকান্ত
আপডেট: ১১:০৬ am ৩০-০৩-২০১৮
 
 


চট্টগ্রামে অপহরণের পাঁচদিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র শ্রীকান্ত দেব নাথ। ২৫ মার্চ কোচিং থেকে নগরের উত্তর হালিশহরের আচার্য্য পাড়ায় বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

বুধবার রাতে হালিশহর থানায় অপহরণ মামলা দায়ের হয়েছে। অপহরণের শিকার শ্রীকান্ত দেব নাথ নগরের হালিশহর হাউজিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ কান্তি নাথের ছেলে। সে শহীদ লেফটেন্যান্ট জেনারেল মুশফিক (বীর উত্তম) উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

তরুণ কান্তি নাথ জানান, ২৫ ডিসেম্বর বিকালে কোচিং থেকে বাসায় ফেরার পথে কে বা কারা তাকে ধরে নিয়ে যায়। তার পরণে ছিল টি শার্ট ও প্যান্ট। এরপর ফোন করে দুই লাখ টাকা দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ছাত্র নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে। পরে সেটিকে মামলায় পরিবর্তন করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখনও তার খোঁজ মেলেনি।

প্রচ