eibela24.com
মঙ্গলবার, ১৬, জুলাই, ২০১৯
 

 
চলতি বছর থেকে প্রাথমিকে থাকবে না এমসিকিউ
আপডেট: ০৩:০১ pm ০৩-০৪-২০১৮
 
 


চলতি বছর থেকে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় নৈর্ব্যক্তিক বা এমসিকিউ পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।  

ফিজার বলেন, ‘আগামী নভেম্বর মাসে হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় আর এমসিকিউ প্রশ্ন থাকছে না। প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। তারই অংশ হিসেবে এমসিকিউ প্রশ্ন না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নি এম/