eibela24.com
সোমবার, ১৯, নভেম্বর, ২০১৮
 

 
কমনওয়েলথে ফের সোনা জয় ভারতের
আপডেট: ০২:৪৩ pm ০৬-০৪-২০১৮
 
 


মীরাবাঈ চানুর পর কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে ফের সোনা জয় ভারতের। শুক্রবার ৫৩ কেজি বিভাগে ভারতের হয়ে দ্বিতীয় সোনা জিতলেন সঞ্জিতা চানু। ২৪ বছরের সঞ্জিতা চানু মোট ১৯২ কেজি ওজন তুলে রেকর্ড করেছেন।

৫৩ কেজি বিভাগে ১৮২ কেজি ওজন তুলে রুপা জেতেন পাপুয়া নিউ গিনির লোয়া ডিকা টোউয়া। আর ১৮১ কেজি ওজন তুলে ব্রোঞ্চ জেতেন কানাডার প্রতিযোগী। বৃহস্পতিবার ভারতকে প্রথম পদক এনে দেন পি গুরুরাজ। পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। তবে সেটাকে ছাপিয়ে মীরাবাঈ চানু ভারতকে প্রথম সোনা এনে দেন। মহিলাদের ভারোত্তলনে ৪৮ কেজি বিভাগে ভারতকে সোনা এনে দেন তিনি।

এই নিয়ে এই বছরের কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত তিনটি পদক হল ভারতের। যার মধ্যে দুটো সোনা এবং একটি রুপা রয়েছে।

নি এম/