eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
ঝালকাঠিতে বজ্রপাতে সাগরিকা দেবনাথের মৃত্যু  
আপডেট: ০৪:৩৩ pm ০৭-০৪-২০১৮
 
 


ঝালকাঠিতে বজ্রপাতে এক তরুণীর মৃত্যু ঘটেছে। তার নাম সাগরিকা দেবনাথ, বয়স ২০ বছর। সাগরিকা ওই গ্রামের দুলাল দেবনাথের মেয়ে।

শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের খুলনা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন জানান, শনিবার সকাল থেকে ঝড়ো হাওয়া শুরু হয়। মেঘাচ্ছন্ন আকাশে বিজলি চমকায়। প্রচণ্ড গর্জনের মধ্যে সাগরিকা দেবনাথ সকালে বাড়ির পাশের বাগানে ছাগল আনতে যায়। এসময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। 


বিডি