eibela24.com
মঙ্গলবার, ১৬, জুলাই, ২০১৯
 

 
বিএনপিকে একঘরে করতে হবে: তথ্যমন্ত্রী
আপডেট: ১০:১১ am ০৯-০৪-২০১৮
 
 


জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে পরিহার করতে হবে। বিএনপিকে সমাজ থেকে, রাজনীতির মাঠ থেকে, নির্বাচন থেকে একঘরে করতে হবে।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে জাসদের অঙ্গ সংগঠন নারী জোটের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ধর্মের মুখোশধারী বিরোধী শক্তি। তাদের প্রতিহত করতে হলে নারী সমাজের জেগে উঠতে হবে। জাসদ নারীদের সম্মানের জন্য লড়াই করছে। নারীদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা জাসদ নিশ্চিত করতে চাই। নারীদের উদ্দেশে তিনি বলেন, জাসদ আপনার শক্তি, জাসদ আপনার সম্মান, মর্যাদা, অধিকার হিস্যার পাহারাদার।

নারী সমাবেশে উপস্থিত ছিলেন- জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ওবায়দুর রহমান চুন্নু ও সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা প্রমুখ।

নি এম/