eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
সিরাজগঞ্জে দুধ দিচ্ছে ২১ দিনের বাছুর
আপডেট: ১০:০০ pm ০৯-০৪-২০১৮
 
 


সিরাজগঞ্জের উল্লাপাড়ার অলিপুর গ্রামে দুধ দিচ্ছে ২১দিন বয়সী একটি বাছুর। অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই গ্রামের কারিমুল্লার একটি গাভীর বাচ্চা নিয়মিত এ দুধ দিচ্ছে। গাভীর বাচ্চাটি দেখতে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করছেন।

বাচ্চাটির মালিক কারিমুল্লা জানান, ২১ দিন আগে বাচ্চাটি জন্ম নেয়। জন্মের পর থেকেই দুধ দিচ্ছে বাছুরটি। প্রতিদিন সকাল-বিকাল আধা লিটার করে তিনি দুধ দোহন করছেন। আবার বাচ্চাটি শুয়ে থাকলে চাপ লেগেও দুধ বের হচ্ছে। চিকিৎসকের পরার্মশের কারণে বাছুরটির থেকে বেশি দুধ দোহন করা হচ্ছে না। 

উল্লাপাড়া প্রাণি সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন শেখ আব্দুল মতিন জানান, এটা স্বাভাবিক ঘটনা নয়। হরমোনজনিত কারণে এ ঘটনা ঘটছে। 

নি এম/