eibela24.com
শুক্রবার, ২২, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত শতাধিক
আপডেট: ০৪:৩৫ pm ১১-০৪-২০১৮
 
 


আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

বুধবার সকালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে বিমানবাহিনীর ঘাঁটিতে অবস্থিত বৌফারিক সামরিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, উড্ডয়নের পরেই বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে পাওয়া ভিডিও দৃশ্যে দেখা গেছে, ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া রয়েছে। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। চার বছর আগে আলজেরিয়ায় সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যবাহী একটি বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হন। সূএ: বিবিসি

নি এম/