eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
রাজকীয় বিয়ের নিমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া
আপডেট: ০৯:১৮ am ২৫-০৪-২০১৮
 
 


এ বার রাজকীয় বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়েতে আমন্ত্রণপত্র পেলেন বলি অভিনেত্রী ৷

শোনা যাচ্ছে, সম্ভবত ১১মে সেন্ট চর্চ চ্যাপেলে বসবে হ্যারি-মেগানের বিয়ের আসর৷ আর সেই রয়্যাল বিয়েতে উপস্থিত থাকবেন পিগি চপস৷ মেগান মার্কলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি৷ ক্যালিফোর্নিয়ায় অবসর যাপন থেকে গার্লস ডে আউট, সব জায়গাতেই পিগি চপসের সঙ্গী মেগান৷ খুব স্বাভাবিকভাবেই তাঁর বিয়েতে নিমন্ত্রণ পেলেন নায়িকা৷

সেই বিয়েতে মেগানের ব্রাইডমেডস হবেন প্রিয়াঙ্কা। এই বলিউড ডিভা নিজেই জানিয়েছেন এই খবর৷ হ্যারি এবং মেগানের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘কনগ্র্যাচুলেশন মাই গার্ল! এ ভাবেই সংক্রামক হাসি তুমি সারা জীবন হাসতে থাকো৷’

নি এম/