eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের গুঞ্জন
আপডেট: ০৪:৪৬ pm ৩০-০৪-২০১৮
 
 


নিজের সম্পর্ক নিয়ে কখনওই পরিস্কার করে কোনও মন্তব্য করেননি প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখ খানের সঙ্গে বিয়ের গুঞ্জন হোক কিংবা অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক নিয়ে উত্থান পতন, কখনওই বিষয়গুলি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি পিগি-কে। আর এবার কি বিয়ের বিষয়েও চুপ থাকবেন প্রিয়াঙ্কা? অবাক লাগছে শুনতে? ভাবছেন, প্রিয়াঙ্কা চোপড়া আবার বিয়ে সেরে ফেললেন কবে?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে হাতে কিছু একটা জড়িয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে, হাতে নাকি মঙ্গলসূত্র জড়িয়ে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। আর এখান থেকেই শুরু হয় গুঞ্জন। বিয়ে না হলে শুধু শুধু কেন প্রিয়াঙ্কার হাতের কবজিতে মঙ্গলসূত্র দেখা যাবে বলে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

যদিও, নেটিজেনদের একাধিক প্রশ্নের মুখেও এ বিষয়ে নিশ্চুপ রয়েছেন প্রিয়াঙ্কা। আর তাতেই বাড়তে শুরু করেছে ধোঁয়াশা। গোপনে বিয়ে করেছেন বলেই কি পিগি চুপ রয়েছেন, উঠতে শুরু করে সেই প্রশ্ন-ও।

বর্তমানে পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমা ‘ভরত’-এর শুটিংয়ের জন্য তোড়জোড় শুরু করেছেন প্রিয়াঙ্কা। সালমান খানের বিপরীতে ওই প্রিয়াঙ্কার ওই সিনেমা ২০১৯ সালের ঈদের সময় মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।
সূএ: জি নিউজ

নি এম/