eibela24.com
শনিবার, ২৩, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
শিবচরে ঝড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি, নিহত ১
আপডেট: ০৯:৩৮ pm ০২-০৫-২০১৮
 
 


কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের শিবচরে একটি টিনসেড মার্কেট বিধ্বস্ত হয়েছে। এসময় দোকানের চাল পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, বুধবার বিকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের বেইলীব্রীজ এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এসময় আনু মোড়লের মালিকানাধীন একটি টিনসেড মার্কেট ঝড়ের কবলে পড়ে। ঝড়ে মার্কেটটির টিনসেড উপড়ে উড়ে যায়। এতে দোকানগুলোর বেশ কয়েকটি পিলার ভেঙ্গে পড়ে। ঝড়ের কবল থেকে বাঁচতে মজিদ ফকির (৭০) নামের স্থানীয় এক ঘটক ওই মার্কেটের ফার্নিচার ব্যাবসায়ী তার মেয়ে জামাই আতাহার শেখের দোকানে আশ্রয় নিতে গেলে পিলারের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝড়ে মার্কেটটির ৭টি ফার্নিচার ও ২টি সিমেন্ট দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে মোড়ল মার্কেটের শওকত মাওলানার ১টি সিমেন্টের দোকান আতাহার আলীর ২টি ফার্নিচারের দোকান, কামরুল ইসলামের ২টি ফার্নিচারের দোকান, খিদিছ মন্ডলের ১টি ফার্নিচারের দোকান, হাই মোল্লার ২টি ফার্নিচারের দোকান ও রেজাউল করিমের ১টি সিমেন্টের দোকান ওয়াল ধসে বিধ্বস্ত হয়।

নিহত মজিদ ফকির একই ইউনিয়নের উত্তর চরজানাজাত মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিডি